Top Ads

সোনারগাঁওয়ে আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

সোনারগাঁওয়ে আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৃথক দুটি স্থানে বিএনপি-জামায়াতের হত্যা, নৈরাজ্য ও আগুনসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকায় ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা. আতিকুল্লাহ, আতাউর রহমান আক্তার, মুক্তিযোদ্ধা সোহেল রানা, ওসমান গনি, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহমেদসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

এর আগে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদসভা করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

0 Response to "সোনারগাঁওয়ে আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article