নারায়ণগঞ্জে দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের ঘটনায় বিচার চেয়ে সড়ক অবরোধ
তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নারী পোশাকশ্রমিক পারভীন আক্তার নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নারী পোশাকশ্রমিক পারভীন আক্তার (৩০) নিহতের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তেলবাহী ট্যাংকারটির চালককে গ্রেপ্তার করে বিচারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, প্রায়ই এ সড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু দুর্ঘটনা রোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দায়ীদের কোনো শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। তাঁরা এ ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে আদমজী ইপিজেড সড়কে শ্রমিকদের পারাপারে পদচারী–সেতু ও ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান।
গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক পার হওয়ার সময় জ্বালানি তেলবাহী ট্যাংকার পারভীন আক্তারকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পারভীন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শিবপুর গ্রামের শামসুল হকের মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় ভাড়া থাকতেন। আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত উর্মি গ্রুপের ইউএইচএম লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গতকাল পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। এতে প্রায় ১০–১৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Response to "নারায়ণগঞ্জে দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের ঘটনায় বিচার চেয়ে সড়ক অবরোধ"
Post a Comment