চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন
Saturday, August 12, 2023
Comment
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
শনিবার দুপুরে উপজেলার পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতুর পাশে এ ঘটনা ঘটে। তবে মাইক্রোবাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাচল থেকে ঢাকাগামী একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ির চালক গাড়ি থেকে নেমে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এ ঘটনায় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
পূর্বাচল ফায়ার স্টেশনের কর্মকর্তা রতন রায় জানান, খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুরো গাড়িটি পুড়ে যায়। মাইক্রোবাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
0 Response to "চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন"
Post a Comment