Top Ads

কাঁচপুরে ‘টাইগার গ্রুপের’ লিডারসহ গ্রেফতার ৮

কাঁচপুরে ‘টাইগার গ্রুপের’ লিডারসহ গ্রেফতার ৮


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘টাইগার গ্রুপের’ লিডারসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার রাতে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি রেজর (ক্ষুর) ও ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হৃদয় (২৮), শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩) ও রনি (২০)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী ও নিজেদের কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপ’ এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।  

র‌্যাবের এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপ’ এর সক্রিয় সদস্য। পরস্পরের যোগসাজশে শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য ঘটনাস্থলে ছোরা, রেজর (ক্ষুর) ও সুইচ গিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবত রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

তারা টাইগার গ্রুপের ব্যানারে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি সৃষ্টি করে ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। র‍্যাব ১১, সদর কোম্পানির গোয়েন্দা টিম এ ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাংয়ের সদস্যদের সব আলামতসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। 

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি হৃদয়ের ২টি, শাহজালালের ১টি, রানার ১টি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

0 Response to "কাঁচপুরে ‘টাইগার গ্রুপের’ লিডারসহ গ্রেফতার ৮"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article