নিখোঁজ হওয়ার ২ দিন পর ডোবায় মিলল ইজিবাইক চালকের মরদেহ
Thursday, March 14, 2024
Comment
নিখোঁজ হওয়ার ২ দিন পর ডোবায় মিলল ইজিবাইক চালকের মরদেহ স্টাফ করেসপন্ডেন্ট: জেলার ফতুল্লায় নিখোঁজ হওয়ার দুইদিন পর ডোবা থেকে রাজু (১৮) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত কবরস্থানের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।পরে সেটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত রাজু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক ব্যক্তির ইজিবাইক ভাড়ায় চালাতেন। পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, প্রথম রোজার দিন সন্ধ্যায় রাজু ইজিবাইক নিয়ে বের হয়। তারপর তিনি আর ইজিবাইক নিয়ে গ্যারেজে ফেরেননি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে আজ (বৃহস্পতিবার) দুপুরে তার পরিবারের লোকজন থানায় জিডি করতে আসেন। এর মধ্যে খবর আসে পিলকুনি কবরস্থানের পাশে ডোবায় একটি মরদেহ ভাসছে। তখন তারা জিডি না করে ঘটনাস্থলে গিয়ে রাজুর মরদেহ শনাক্ত করেন। তিনি আরও জানান, নিহত রাজুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত কবরস্থানের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।পরে সেটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত রাজু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক ব্যক্তির ইজিবাইক ভাড়ায় চালাতেন। পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, প্রথম রোজার দিন সন্ধ্যায় রাজু ইজিবাইক নিয়ে বের হয়। তারপর তিনি আর ইজিবাইক নিয়ে গ্যারেজে ফেরেননি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে আজ (বৃহস্পতিবার) দুপুরে তার পরিবারের লোকজন থানায় জিডি করতে আসেন। এর মধ্যে খবর আসে পিলকুনি কবরস্থানের পাশে ডোবায় একটি মরদেহ ভাসছে। তখন তারা জিডি না করে ঘটনাস্থলে গিয়ে রাজুর মরদেহ শনাক্ত করেন। তিনি আরও জানান, নিহত রাজুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
0 Response to "নিখোঁজ হওয়ার ২ দিন পর ডোবায় মিলল ইজিবাইক চালকের মরদেহ"
Post a Comment