সোনারগাঁয়ে পাঁচ লাখ টাকার চোরাই কাঠসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার
Monday, March 18, 2024
Comment
নারায়ণগঞ্জের সোনারগাঁ ফরেস্ট চেক পোস্টের কর্মকর্তারা ৫ লাখ টাকার গোল সেগুন কাঠ উদ্ধার করেছেন।
এ সময় কাভার্ডভ্যানসহ পিরোজপুর জেলার মঠবাড়িয়ার থানার মাছুরা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে গাড়িটির চালক মেহেদি হাসানকে (৩০) আাটক করা হয়েছে।
সোনারগাঁ ফরেস্ট চেকপোস্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় কাভার্ডভ্যানটি সন্দেহ হলে তল্লাশি চালানো হয়।
এ সময় কাঠের বন বিভাগের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কাভার্ডভ্যানসহ কাঠ ও চালককে আটক করা হয়। পরে সোমবার সকালে বন আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠিয়ে দেয়া হয়।
এদিকে গাড়িসহ অবৈধ মালামাল সোনারগাঁ বন বিভাগ অফিসের হেফাজতে রয়েছে।
0 Response to "সোনারগাঁয়ে পাঁচ লাখ টাকার চোরাই কাঠসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার"
Post a Comment