নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
Tuesday, March 19, 2024
Comment
নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি অটোরিকশায় করে মাদক নিয়ে যাওয়ার সময় পথে অলি আহমেদ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছে থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার অলি আহমেদ কুমিল্লা জেলার আড়াল্লাকান্দী মুরাদ নগর থানার রামচন্দ্রপুর গ্রামের মো. মান্নাফ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও এসব মাদক বহনকারী একটি আটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
0 Response to "নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১"
Post a Comment