Top Ads

 সোনারগাঁওয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল

সোনারগাঁওয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল



নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সোনাখালী এলাকায় এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার ৭০ জন এতিম শিশুদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের সভাপতি মো: শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ সোহাগ রনি।

 অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার মোহাম্মদ রাসেল, আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের সহ-সভাপতি  মো. সুরুজ হোসেন দিপু, মো. হালিম শাহ, মো. আজিজুল ইসলাম, মো. মহসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, মো. স্বপন মিয়া, মো. আমির হোসেন, অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল ইসলাম হান্নান, তানভীর হাসান সিফাত ও মো. শাহীন প্রমূখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ সোহাগ রনি বলেন, স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে বলে আশা করছি। এ সংগঠনের ব্যানারে মানবকল্যাণে প্রতিটি কাজে তিনি পাশে থাকার আশ্বাস দেন। তার দাবী প্রতিটি এলাকায় এ ধরনের সংগঠন গড়ে উঠলে সমাজের চিত্র পাল্টে যেত। পরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

0 Response to " সোনারগাঁওয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল "

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article