মহান স্বাধীনতা দিবসে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নানা আয়োজন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গত মঙ্গলবার (২৬ মার্চ)সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।
ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
ফাউন্ডেশনের সংরক্ষণ কর্মকর্তা একে এম মুজাম্মিল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, ভারপ্রাপ্ত উপ-পরিচালক একে আজাদ সরকারপ্রমুখ।
এসময় উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসের প্রাক্ককালে চিত্রাংকন প্রতিযোগীতায় শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ হুইল চেয়ার স্পোটস ফাউন্ডশনের সভাপতি নুর নাহিয়ান। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
0 Response to "মহান স্বাধীনতা দিবসে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নানা আয়োজন"
Post a Comment