আ.লীগ নেতা জহিরুল ইসলাম খোকনের মায়ের মৃত্যু
ছবি: জহিরুল ইসলাম খোকনের মা |
কামরুল ইসলাম পাপ্পু:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দরিকান্দী জাইদেরগাঁও গ্রামের মরহুম আব্দুল হামিক আলী মাস্টারের স্ত্রী,উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম খোকনের মা মোসা: মনোয়ারা বেগম (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৪ মার্চ) ভোর পৌনে ৪টায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি কায়সার হাসনাত,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান অ্যডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, জৈষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি মো. মোক্তার হোসেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তারসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও শফিকুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমা মনোয়ারা বেগম মৃত্যুকালে ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর (দুপুর ২ টায়) দড়িকান্দী ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। সাংবাদিক হাজি মো. শফিকুল ইসলাম তার মায়ের রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
0 Response to " আ.লীগ নেতা জহিরুল ইসলাম খোকনের মায়ের মৃত্যু"
Post a Comment