গাউছিয়া কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, শতাধিক দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৪ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। পরে বিস্তারিত জানাতে পারব। স্থানীয়দের সূত্রে জানা যায়, মার্কেটটিতে কেমিক্যাল দোকান ছিল। এছাড়াও অকটেনের দোকান ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।এক প্রত্যক্ষদর্শী বলেন, এখানে কেমিক্যালের দোকান, গাড়ির পার্টস দোকান, মুদি দোকান, মিষ্টি দোকান, টিন দোকান ও ফার্মেসিসহ প্রায় দেড়শ দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা বলছেন, আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। গাউছিয়া কাঁচা বাজারের পাশেই রয়েছে একটি কাপড়ের মার্কেট। ঈদকে কেন্দ্র করে মার্কেটটিতে অনেক কাপড় মজুদ করা হয়। সৌভাগ্যক্রমে সেই মার্কেটটিতে আগুন লাগেনি।
0 Response to "গাউছিয়া কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, শতাধিক দোকান পুড়ে ছাই"
Post a Comment