সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ে গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় দুই শতাধিক মুসল্লী নিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় গিরদান পশ্চিম পাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম আবু নাঈম ৷
জানা যায়,এই মসজিদে প্রায় ১২ বছর ধরে এভাবে নামাজ আদায় করে আসছেন এখানকার মুসল্লিরা ৷ গিরদান পশ্চিমপাড়া গ্রামে ৩০ থেকে ৪০ টি পরিবার আছে এর বাহিরে ও আশেপাশের অনেক এলাকা থেকে এখানে নামাজ পড়তে আসেন ৷ সামাজিকভাবে কোন বাধা বিপত্তি কোন কিছুই নেই বলেও জানান ৷
মসজিদে ইমাম আবু নাঈম জানান, আমরা সৌদি আরবকে ফলো করিনি ,আল্লার রাসুল সাঃ বলেছেন বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায় এই চাঁদ দেখাই হবে সবার জন্য চাঁদ দেখা, বিশ্বের কোথাও যদি চাঁদ দেখার সংবাদ পাওয়া যায় সেই অনুযায়ী আমরা সিয়াম শুরু করি সেই অনুযায়ী সিয়াম আমরা ভঙ্গ করি।সৌদি আরব বা অন্য কোন রাষ্ট্র দেখুক বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায় সেটা সকল উম্মতের জন্য সকল জাতির জন্য চাঁদ দেখা ৷ আমাদের দেশ পাকিস্তান ও সৌদি আরব সহ সকল জায়গা চাঁদ দেখা গিয়েছে সেই অনুযায়ী আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি ৷
ইমাম সাহেবকে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে আগামীকাল বাংলাদেশের যে সকল স্থানে ঈদের নামাজ আদায় করবে মুসল্লী তারা এ হাদিসটি ফলো করে না কেনো, উত্তরে তিনি বলেন এই হাদিসটি তারা জানেন অথবা না ও জানতে পারে এটা তাদের ব্যাপার এ ব্যাপারে আমার কিছু বলার নেই ৷
সারা বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে তিনি বলেন ,বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায় ,সেই চাঁদ দেখা অনুযায়ী সকলের চাঁদ দেখা হয়ে যাবে, ওই অনুযায়ী সকলে সিয়াম পালন করবে ওই অনুযায়ী সকলে সিয়াম ভঙ্গ করবে ৷ তিনি আরো বলেন যদি বিশ্বাস কোথাও চাঁদ দেখা যায় সেটা যদি আমাদের বাংলাদেশের কোথায় চাঁদ না দেখা যায় সকলের জন্য চাঁদ দেখা আমাদের জন্য চাঁদ দেখা হয়ে যাবে ৷
0 Response to "সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ে গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায়"
Post a Comment