সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
Monday, April 15, 2024
Comment
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের চাপায় জাহিদ মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ মোগড়াপাড়া ইউনিয়নের তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোগড়াপাড়া অটোরিকশা চালানোর সময় কুমিল্লাগামী রূপান্তর মেঘনা সুপার সার্ভিস নামে একটি বাস ( ঢাকা মোট্র-ব ১৩-০৫৬৮)অটোরিকশাকে চাপা দিলে এটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক আছে। তাকে ধরতে চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
0 Response to "সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত"
Post a Comment