সোনারগাঁওয়ে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষকে বিশুদ্ধপানি বিতরণ
Monday, April 29, 2024
Comment
মো: কামরুল ইসলাম পাপ্পু:-
তাপপ্রবাহ চলছে,দেশজুড়ে টানা তাপপ্রবাহের মধ্যে সোনারগাঁওয়েই প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,বৃষ্টির জন্য মানুষ আকুতি করছে। মেঘাচ্ছন্ন আকাশ দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে, বৃষ্টির দেখা নেই।সোনারগাঁওয়ে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষকে পানি সরবরাহ করছেন অনেকেই। নিজ উদ্যোগে বা কোন প্রতিষ্ঠানের উদ্যোগে এমন কার্যক্রম চোখে পড়ছে। এরই মধ্যে সোমবার(২৯ এপ্রিল)দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ (BCB) সোনারগাঁও শাখার উদ্যোগে তৃষ্ণার্ত মানুষকে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করতে দেখা যায়।
এই বিষয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ (BCB) ব্রাঞ্চ ম্যানেজার মো: আবু ইউসুফ বলেন,ব্যাংকের উদ্যোগে তীব্র তাপপ্রবাহে রাস্তায় পরিশ্রমি পথচারী খেটে খাওয়া তৃষ্ণার্ত মানুষকে বিশুদ্ধ খাবার পানি (মাম পানির বোতল) দেওয়া হয়েছে। যদি তীব্র তাপপ্রবাহে কিছুটা মানুষের কষ্ট লাঘব হয়। এমন তাপপ্রবাহ থাকলে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম চলবে।
0 Response to "সোনারগাঁওয়ে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষকে বিশুদ্ধপানি বিতরণ"
Post a Comment