Top Ads

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কামাল হোসেন

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কামাল হোসেন

 



নিজস্ব প্রতিবেদকঃ 

মুসলিম উম্মাহর বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ৬০নং রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি , সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের  কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ কামাল হোসেন ৷

মোঃ কামাল হোসেন  শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। 

সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ–উল–ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। । 

0 Response to "দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কামাল হোসেন"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article