Top Ads

সোনারগাঁয়ে দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৬ এপ্রিল) বিকালে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে মরহুম  হাজী মো: ফজলুল হক মেম্বারের ছেলে ৬০নং রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি কামাল হোসেনের নিজস্ব অর্থায়নে নিজ বাড়িতে ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।


রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি কামাল হোসেন বলেন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ নিকট যিনি বিগত বছরের মত এবারো আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করে দিয়েছেন। দোয়া করবেন যেন মানুষের সেবা করে যেতে পারি,এবং আগামীতে যেন আরও বড় পরিসরে সহযোগিতা করতে পারি। বিতরণকৃৃত ঈদ সামগ্রী পেয়ে  সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে ছিল, চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, তৈল ।


0 Response to "সোনারগাঁয়ে দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article