চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ ঈদ উপহার পেলেন সনমান্দী ইউনিয়নের পাঁচ হাজার পরিবার
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কথাটি যেমন চিরন্তন সত্য, তেমনই সত্য ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনেক সময়ই আসে না ঈদের সেই চিরায়ত আনন্দ। কারণ তাদের কারো ঘরে থাকে না খাবার, কারো আবার থাকে না ঈদের আনন্দ করার মতো নতুন জামা কাপড় কেনার সামর্থ্যও। তাই দেখা যায় পবিত্র ঈদ তাদের জীবনে এলেও ঠিক আনন্দ আর আসে না। এমন দরিদ্র-অসহায় মানুষের মলিন মুখে হাসি ফোটানোর জন্য বরাবরই কাজ করে থাকেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ ৷
প্রতিটি ঈদের মতো এবারো নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে সোমবার (৮ এপ্রিল)অসহায় মানুষের কাছে ঈদ উপহার বিতরণ করেছেন।
জানাগেছে,গত কয়েক দিনে প্রায় ৫ হাজার গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি। ঈদ উপহারসামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ।পবিত্র ঈদুল ফিতরের এসব উপহার পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষের মুখে।
মানুষের আনন্দ প্রকাশের প্রতিক্রিয়ায় জাহিদ হাসান জিন্নাহ বলেন, ত্যাগের মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার মাস হলো রমজান মাস। এই মাসে পুরো মুসলিম জাতি সিয়াম সাধনার মাধ্যমে ভুলের জন্য ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসে। আর সেটার মাধ্যম হলো রোজা ও পবিত্র ঈদ। আমি সবসময়ই দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষের সেবা করি। অনেক অসহায় মানুষ আছে যারা ঈদের নতুন পোশাক কিনতে না পেরে ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের সাথে আমি ঈদ আনন্দ ভাগাভাগি করি প্রতিবারই। তারই পরিপ্রেক্ষিতে এই পবিত্র ঈদুল ফিতরে আনন্দ আমি তাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি মাত্র। আমি সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার জন্য মানুষের মুখে হাসি ফুটলে সেটাই হবে আমার গর্বের বিষয়, আমার প্রাপ্তি।
0 Response to "চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ ঈদ উপহার পেলেন সনমান্দী ইউনিয়নের পাঁচ হাজার পরিবার"
Post a Comment