সোনারগাঁয়ে মোবারক ট্রেডার্স সাইনবোর্ড লাগিয়ে প্রতারণা করে আসছে সাদ্দাম, মোবারক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবারক ট্রেডার্স সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে প্রতারক সাদ্দাম ও প্রতারক মোবারক।
ভবন নির্মাণের ক্ষেত্রে রড, সিমেন্টে প্রয়োজন পরে সেই প্রয়োজনকে কাজে লাগিয়ে প্রতারক সাদ্দাম ও প্রতারক মোবারক ভবন নির্মাণের মালিক পক্ষের সাথে যোগাযোগ করেন বিভিন্ন প্লবনে রড়,সিমেন্ট বিক্রয়ের ব্যবস্থা করে তার পর পণ্য দিচ্ছি দিতেছি বলে সময় অতিক্রম করে টাকা আটকে রাখা টাকা মেরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মোঃ মহিউদ্দিন জানান, কষ্টার্জিত শেষ সম্বল ও আত্নীয় স্বজন থেকে ধার দেনা করে একটি বাড়ি নির্মাণ করতাছি। প্রতারক সাদ্দাম রড়, সিমেন্ট বিক্রয়ের কথা বলে আমার কাজ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সোনারগাঁ শাখা থেকে তার এ্যাকাউন্টে প্রাইম ব্যাংকের ২৫০৮১৭৩০০৬৪৩৮ একাউন্টে ০২/০১/২০২৪ ইং তারিখে ৪,৩২,০০০/- (চার লক্ষ বত্রিশ হাজার) টাকা ও ১১/০১/২০২৪ ইং তারিখে ১৬,৯১,০০০/-(ষোল লক্ষ একানব্বই হাজার) টাকা, মোট ২১,২৩,০০০/- (একুশ লক্ষ তেইশ হাজার) টাকা নেয়। পরবর্তীতে সে আমাকে মোবারক ট্রেডার্স (ঠিকানা : বাড়ী মজলিশ মাদরাসা মার্কেট, সোনারগাঁ) এর রিসিট প্রদান করে। কথা ছিল ২ সপ্তাহের মধ্যে সম্পুর্ণ মাল (সিমেন্ট, রড) পরিশোধ করিবে কিন্তু আজ পর্যন্ত সম্পূর্ণ মাল পরিশোধ করেনি । বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষতির সম্মুখীন হই। প্রতারক সাদ্দাম ও প্রতারক মোবারকে বার বার মাল দেওয়ার ব্যপারে অনুরোধ করেও পাত্তা পায়নি। বিভিন্ন লোকের মাধ্যমে ভয় ভিতি হত্যার হুমকি ও কিভাবে টাকা নিয়ে যায় তা দেখে নিবে বলে হুমকি প্রদান করে। এই বিষয় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ব্যপারে সোনারগাঁ থানার এস আই মেহেদী হাসান খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত যথাযথ আইনী পদক্ষেপ নেয়া হবে।
0 Response to "সোনারগাঁয়ে মোবারক ট্রেডার্স সাইনবোর্ড লাগিয়ে প্রতারণা করে আসছে সাদ্দাম, মোবারক"
Post a Comment