কিশোর গ্যাং প্রতিরোধে দেশব্যাপী সচেতনতা মূলক র্যালী ও মতবিনিময় কর্মসূচী
মোঃমীমরাজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
পাবনার সাথিয়াতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে
রুডো এর আয়োজনে কিশোর গ্যাং নিয়ে মতবিনিময় সভা ও উত্তরীয় প্রদান সভার আয়োজন করা হয়।
সচেতনতা মূলক সভায় রুডো এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম সোহরাব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোর অপরাধ প্রতিকার কনসোর্টিয়াম এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক এস পি বি কে আবদুল্লাহ আল নোমান।প্রধান আলোচক ছিলেন হোসেন। সাথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুডো এর প্রধান নির্বাহী পরিচালক শামীম রেজাT,প্রকাশ গণ কেন্দ্রের নির্বাহী পরিচালক আ, স, ম আমানুল হাসান তাইমুর,বিয়ান মণি সোসাইটির চেয়ারম্যান নাজনীন ইসলাম,বিবি আছে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন,
ছোলদাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মধুমতি কল্যাণ সংস্থা( এম কে এস) নির্বাহী পরিচালক আব্দুস সবুর,এ ভিলেজ এর নির্বাহী পরিচালক মাহমুদুল হক, ইকো-কনসার্ন এ্যাসোসিশন ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান খোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কিশোর অপরাধ প্রতিকার কনসোর্টিয়াম এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক এস পি বি কে আবদুল্লাহ আল নোমান বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু চক্রের সদস্যকে। কিশোর গ্যাং মোকাবিলায় বিশেষ দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রীও। তবে এত কিছুর পরও থেমে নেই গ্যাং তাণ্ডব। সুযোগ পেলেই অপরাধে জড়াচ্ছে শিশু-কিশোররা। পর্নোগ্রাফি, সাইবার অপরাধ, ছিনতাই, চুরি, মাদক নেওয়ার মতো অপরাধে জড়িয়ে পড়ছে তারা। কিশোর গ্যাং প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন তিনি।
0 Response to "কিশোর গ্যাং প্রতিরোধে দেশব্যাপী সচেতনতা মূলক র্যালী ও মতবিনিময় কর্মসূচী"
Post a Comment