Top Ads

সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফ অসুস্থ

সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফ অসুস্থ

 

সোনারগাঁ থেকে প্রকাশিত সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে (সরোয়ার্দী হাসপাতাল) ভর্তি হয়েছেন। 

সম্পাদক আরিফুর রহমানের স্ত্রী লায়লা আরিফ জানান, গত ২৭ জুন বৃহস্পতিবার হঠাৎ করেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পরলে অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রেফার করেন। হাসপাতালে আরিফের দেহের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর স্টোক করার কথা জানায়। আগামীকাল ১ জুলাই সোমবার তার এনজিওগ্রাম সহ আরও পরীক্ষা-নিরীক্ষার পর নার্ভে রিং স্থাপন করা লাগবে কি না তা জানা যাবে। 

আরিফের অসুস্থতার খবর পেয়ে সোনারগাঁ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল্লাহ-আল-কায়সার হাসনাত, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল হাসপাতালে দেখতে যায়।

আরিফুর রহমাননের সুস্থতার জন্য তার স্ত্রী লায়লা আরিফ সবার কাছে দোয়া চেয়েছেন। 


0 Response to "সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফ অসুস্থ "

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article