সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আনন্দ র্যালী
Tuesday, August 6, 2024
Comment
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলন সোনারগাঁ এর উদ্যোগে র্যালী শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, আমরা অনেক প্রাণের বিনিময়ে আমাদের দাবী আদায় করেছি। আমরা কোন নৈরাজ্যের পক্ষে নই। কেউ যদি কোন ধরনের হামলা কিংবা নৈরাজ্য করে আমরা তার দায় নিব না।
তারা আহবান জানান, কেউ দেশের রাষ্ট্রীয় সম্পদ ধবংস করবেন না। কেউ সংখ্যা লঘুদের উপর হামলা করবেন না। এ দেশে স্বাধীন ও গণতান্ত্রিক দেশ এ দেশে সবার স্বাধীন ভাবে চলার অধিকার আছে।
আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সাব্বির আল রাজ, মো: জাহিদ, মো: সায়েম প্রধান, জোনায়েত ইসলান, জিসান ইসলাম অনিক, এমায়েতুল ইসলাম প্রিমন, জিহাদ হাসান উজ্জল, মুরাদ মাহফিজ, জাবিদ ও নাহিন প্রমূখ।
0 Response to " সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আনন্দ র্যালী"
Post a Comment