সোনারগাঁয়ের পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের মতবিনিময়
Sunday, August 11, 2024
Comment
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পুলিশের সাথে মত বিনিময় করেছেন ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতাকর্মীরা ।
রোববার (১১ আগস্ট) দুপুরে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম সমর্থিত নেতাকর্মীরা সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসিনের সভাকক্ষে মত বিনিময় করেন।
মত বিনিময় সভায় নেতাকর্মীরা বলেন,আমরা সোনরগাঁয়ের মানুষ শান্তি প্রিয়।আমরা পুলিশকে সহযোগিতা করবই,পুলিশ আমাদের লাগবে পুলিশ ছাড়া বাংলাদেশ চলতে পারে না।পুলিশ আগের মত ইউনিফর্ম পরে চলবে ।কেউ যদি পুলিশ সমন্ধে খারাপ মন্তব্য করে আমাদের বলবেন আমাদের নেতাকর্মীরা আপনাদের সহযোগিতা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতাকর্মী হিসাবে আমরা আপনাদের সহযোগিতা করব।
এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মোঃ মুজিবুর রহমান,বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান লিটন, হাজী মোহাম্মদ আনোয়ার, জাকির হোসেন বাবু, নুর-এ- ইয়াসিন নোবেল, ফারুক আহমেদ তপন, আশরাফ মোল্লা, হারুন অর রশিদ মিঠু, জাকারিয়া ভূঁইয়া, ফরহাদ শিকদার, লায়ন সাইফুল ইসলাম নয়ন, শাহজালাল আহমেদ, সিরাজ চেয়ারম্যান, মনির হোসেন ,মনিরুজ্জামান মনির, নাহিদ মিয়া সরকার, দেলোয়ার হোসেন দুলু, খোরশেদ আলম, ফাহিম হোসেন, শাহাদাত হোসেন রনি, আফসান হাবিব সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । উল্লেখ্য,গত ১০ আগস্ট সেনাবাহিনীর সহায়তায় সোনারগাঁ থানার কার্যক্রম শুরু হয়।সম্প্রতি সেনাবাহিনীর পাহারায় ও সহযোগিতায় থানায় আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।
0 Response to "সোনারগাঁয়ের পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের মতবিনিময় "
Post a Comment