Top Ads

নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার ফ্যাক্টরির আগুন

নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার ফ্যাক্টরির আগুন


নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। সারারাত ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। 

গতকাল (রোববার) রাত সাড়ে ১০টার দিকে হঠাত আগুন লাগে কারখানাটিতে। এ সময়ে থেমে থেমে বিস্ফোরণের ঘটনাও ঘটে বেশ কয়েকটি, যাতে কেঁপে ওঠে আশপাশের এলাকা। 

জানা যায়, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১১টি ইউনিট। ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন অনেক লোক। আটকা পড়াদের জন্য তাদের পরিবার-পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকা। 

স্থানীয় অনেকে বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকা পড়েন। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ডেমর, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের ব্যাপারটি জটিল হয়ে পড়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


0 Response to "নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার ফ্যাক্টরির আগুন"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article