ভারতীয় আগ্রাসন বন্ধে সোনারগাঁয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বন্টন অসম চুক্তি বাতিল এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন হয়েছে। দেশপ্রেমী তরুণ সমাজ এর ব্যানারে বিকালে সোনারগাঁ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানান, ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশ আজ কঠিন সংকটে।
আকস্মিক বন্যায় তলিয়ে গেছে অনেক জেলা। এভাবে ভারতীয় পানী আগ্রাসনের কারণে বর্ষাকালে বন্যা এবং গ্রীষ্মকালে খরার কবলে বাংলাদেশ বিপন্নের পথে। ভারতের এসব অসম এবং আগ্রাসী পদক্ষেপ বন্ধের কূটনৈতিক তৎপরতা জোরদার এবং নদী খনন বাধ নির্মাণ করে স্থায়ী সমাধান করার দাবি জানান দেশপ্রেমিক তরুণ সমাজ।
এছাড়াও বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশ অবৈধভাবে চাকরি ব্যবসা করে দেশের অর্থ পাচার করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োজিদ, রিফাত ভূঁইয়া, মুশফিকুর রহমান, সালমান, আব্দুল্লাহ আল চাঁদ, পলাশ, শাহাদাৎ প্রমুখ।
0 Response to "ভারতীয় আগ্রাসন বন্ধে সোনারগাঁয়ে মানববন্ধন"
Post a Comment