সোনারগাঁয়ে দুধঘাটায় জমি সংক্রান্ত বিরোধে হামলা আহত-১
Friday, August 23, 2024
Comment
সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী সন্ত্রাসীরা নিরিহ সফিকের বসত বাড়ী দখল করে ও পিটিয়ে আহত করে। এঘটনায় ভুক্তভুগী সফিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, দুধঘাটা দক্ষিনপাড়া এলাকায় আওয়ামী সন্ত্রাসী মোতালেব বাহিনী দীর্ঘদিন যাবৎ নিরিহ সফিক মিয়ার বসত বাড়ী দখল করার পায়তারা চালিয়ে আসছে। গত ৯ আগষ্ট শুক্রবার দুপুরে সন্ত্রাসী মোতালেব তার সন্ত্রাসী বাহিনীর জালাল, সবুজ, বাবুল, মোসতুল্লা, পেরজাহান, ফয়সাল, লোকমান মিয়া সহ অজ্ঞাত আরও সন্ত্রাসীরা সফিককে বাড়িতে একা পেয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা সফিকের বাড়ির সিমানা পিলার ভেঙ্গে ফেলে ও বাড়ি ঘর ভাংচুর করে। সন্ত্রাসীরা বাড়ীর গাছপালা কেটে ফেলে। এসময় বাড়ির মালিক সফিক সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তারা তাকে পিটিয়ে আহত করে। আহত সফিককে উদ্ধার করে সোনারগাঁ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় ভুক্তভুগি সফিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর মোঃ ফজর আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।
0 Response to "সোনারগাঁয়ে দুধঘাটায় জমি সংক্রান্ত বিরোধে হামলা আহত-১"
Post a Comment