সোনারগাঁয়ে শহীদ দুই শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াতে ইসলাম
Friday, August 23, 2024
Comment
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে দাড়িয়েছেন জামায়াতে ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে তাদের বাড়িতে গিয়ে পরিবারের স্বজন সঙ্গে দেখা করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দুই পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এ সময় পরিবারের সদস্যরা তাদের সন্তান হারানোর শোকে কান্নায় ভেঙ্গে পড়েন।
জানা যায়, কোটা আন্দোলনের সময় সোনারগাঁয়ের মেহেদী ও ইমরান নিহত হন। জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী আন্দোলনে অংশ নিয়ে গত ২০ জুলাই চিটাগাং রোডের ডাচ বাংলা মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। আর মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমরান নিহত হন ৫ আগস্ট যাত্রাবাড়ীতে। হতদরিদ্র মেহেদীর বাবা মো: ছানাউল্লাহ সোনারগাঁয়ের একটি কারখানায় দিন মজুরের কাজ করে। আর শহীদ ইমরানের বাবা সালেহ আহমেদ মেঘনা শিল্পনগরী এলাকায় ব্যাপারি বাজারে ছোট একটি দোকান চালান।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক, সেক্রেটারী জাকির হোসাইন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া, সোনারগাঁ উপজেলা দক্ষিন জামায়াতের আমীর মাহবুবুর রহমান, সেক্রেটারী আসাদুল্লাহ প্রমূখ।
জামায়াত নেতারা বলেন, সারা দেশের প্রতিটি শহীদ পরিবারের পাশে আমরা দাড়িয়েছি। সোনারগাঁয়ে এই দুই পরিবারের পাশেও আমরা আছি। কোরআনের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করতে চাই। সন্ত্রাস নৈরাজ্য আর চাইনা। এভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।
পরে শহীদদের ও তাদের পরিবারের শান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
0 Response to "সোনারগাঁয়ে শহীদ দুই শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াতে ইসলাম"
Post a Comment