Top Ads

সুবিধা ভুগীদের ঠাঁই বিএনপিতে হবে না : আফরোজা আব্বাস

সুবিধা ভুগীদের ঠাঁই বিএনপিতে হবে না : আফরোজা আব্বাস

 দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিল সুসময়ে তারাই থাকবে। কোন সুবিধা  ভুগীদের ঠাঁই বিএনপিতে হবে না। যারা দুঃসময়ে মাঠে ছিল দলকে ছেড়ে যায়নি বিএনপি তাদেরকে নিয়েই রাজনীতি করবে। যারা দল থেকে বহিস্কৃত ও দলে নতুন করে অনুপ্রবেশ করতে চায় তাদেরকে দলে স্থান দেয়া হবে না। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে। 
 রবিবার (১৮ আগষ্ট)বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার দুলালপুর গ্রামে সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি আহত সালমা আক্তারকে দেখতে এসে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এসব কথা বলেন।


গত ২৮ অক্টোবর ২০২৩ সালে বিএনপির ডাকা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ঢাকার পল্টনে পুলিশের ধাওয়ায় তিনি আহত হন।
তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার  আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছে বিএনপি। এবং তাদের চিকিৎসার জন্যও পাশে আছে। হোক তারা ছাত্র কিংবা বিএনপির নেতাকর্মী।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও দখলের যেসব ঘটনা ঘটছে সেসব ঘটনার সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়।


যারা দেশের ভালো চায় না, যারা দলের ভাল চায় না তারাই এসব কাজ করছে। তারা দলকে ক্ষতি করছে। তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। প্রতি এলাকাতেও আপনারা সাবধান থাকবেন যারা তারা কোন ধরনের বিশৃঙ্খলা না করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, জেলা মহিলা দলের সহ সভাপতি জিসান সুরাইয়া, সহ-সভাপতি রুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক শেফালী রানী দাস, রূপগঞ্জ থানা মহিলা দলের সহ সভাপতি জাহানারা বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন, কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আলম, ভুলতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি জরিনা আক্তার, গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা দলের সহ সভাপতি  আমেনা আক্তার, চনপাড়া ইউনিয়ন মহিলা দলের সহ সভাপতি বিউটি আক্তার, সহ সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, কাঞ্চন পৌর সভার ৯নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার, মহিলা দল সদস্য  আয়শা রুকসাত, রাহেলা বেগম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা হাফেজ মিজানুর রহমান প্রমূখ।

0 Response to "সুবিধা ভুগীদের ঠাঁই বিএনপিতে হবে না : আফরোজা আব্বাস "

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article