বৈদ্যেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামালের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ
বৈদ্যেরবাজার এনএএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিভাবক, এলাকাবাসী, নতুন ও প্রাক্তন ছাত্ররা মানববন্ধন করেন। শনিবার দুপুর ১২ টায় বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ের হল রুমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অভিভাবক, প্রাক্তন ও নতুন ছাত্রদের মধ্যে রেজওয়ানুল হক টিটু, মোঃ মাসুদ পারভেজ, মোঃ আব্দুস সালাম সুজন, মোঃ মিজান, মোঃ মিনাল হাসান, মোঃ জুলকারনাইন নাফিস, আরিফুল ইসলাম ওভি, আসিফ, আলী মুর্তুজা।
আলোচনা শেষে বিদ্যালয়ের ফটোক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং প্রধান শিক্ষক কামালের বিরুদ্ধে দুর্নীতি তালিকা লিফলেট আকারে জনগণের মাঝে বিতরণ কর হয়।
প্রধান শিক্ষক কামাল ২০০৭ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ডিগ্রি অর্জন করেন, অথচ ২০০৬ সালে সরকার দারুলের সনদ অবৈধ ও বাতিল ঘোষনা করা হয়, অর্থাৎ তিনি জাল সার্টিফিকেটের প্রধান শিক্ষক।
অবৈধ এমপিও ভূক্তির ২০১৮ সালে ২৮ আগষ্ট মাউশির এক প্রজ্ঞাপনে দারুলের সনদধারীদের এমপিও ভূক্তির ঘোষনা দিলেও পরের দিন ২৯ আগষ্ট তা স্থগিত করা হয়। কিন্তু তিনি ২০১৯ সালে শিক্ষা মন্ত্রনালয়ের অসাধু কর্মকর্তাদের ব্যবহার করে অবৈধভাবে এমপিওভুক্ত হন।
২০২০-২১ অর্থ বছরে করোনা কালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও মাসিক বেতন, পরীক্ষার ফি ও অন্যান্য ফি বাবদ ৩১ লক্ষ্য টাকা আত্মসাৎ করেন।
২০১৭-২০২৪ সাল পর্যন্ত কোমলমতি শিশুদের উপবৃত্তির প্রায় ১৪ লক্ষ্য টাকা আত্মসাৎ করেন।
অর্থ কামানোর জন্য তিনি ঘন ঘন পরীক্ষার আয়োজন করেন। পরীক্ষার ফি বাবদ প্রতি সপ্তাহে ৫০ টাকা হিসেব মাসিক ২০০ টাকা অতিরিক্ত আদায় করতেন, এভাবে দুই লক্ষ টাকা, পরীক্ষায় খরচ হতো ৩৫ হাজার টাকা অবশিষ্ট টাকা তিনি আত্মসাৎ করতেন।
বিদ্যালয়ে কোচিং বাণিজ্য করেন এবং সিংহভাগ টাকা তিনি নিতেন।
সামিয়া লাইব্রেরী মালিক শফি উদ্দিনের এক লক্ষ টাকা আত্মসাৎ করেন।
তিনি সোনারগাঁ সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদ আঁকড়ে ধরে ছিলেন।
দারোয়ান মালেক ছয় মাসের বেতন পাওনা এবং স্কুলের আয়া বাছিরুন বেগম ছয় মাসের বেতন ৪৫ হাজার টাকা পাওনা। ২০২১, ২০২২ শিক্ষা বর্ষে কারিগরী বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের সম্পূন সে আত্মসাৎ করে।এছাড়াও স্কুলে এবং এলাকায় তার নামে অনেক অপকর্মের অভিযোগ রয়েছে।
0 Response to "বৈদ্যেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামালের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে"
Post a Comment