সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত প্রত্যাহার দাবি জানান ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনসহ সাংবাদিকরা।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন বলেন, যুগান্তরের সম্পাদকের বিরুদ্ধে সাবেক মন্ত্রী শাহজাহান খান তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করে ছিলেন। সেই মামলায় তিনি সাহসীকতার সঙ্গে মোকাবেলা করে অবশেষে জয়ী হয়েছেন। ওই মামলা সাইফুল আলম বেকসুর খালাস পান। তাই অহেতুক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক হয়রানি না করার অনুরোধ জানান তিনি।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা মাহফুজুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক সিনিয়ার সাংবাদিক মাসুদ সায়ান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, কবি শাহেদ কায়েস, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন, উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর কুমার দাস প্রমুখ।
পরে বিকালে বিএনপির সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সমর্থকরা কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সদস্য অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাজী আনোয়ার হোসেন, সাবেক কমিশনার ফারুখ আহম্মেদ তপন, জেলা যুবদল নেতা মুশিউর রহমান শান্ত, সোনারগাঁও উপজেলা ছাত্রদল আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁও পৌরসভা ছাত্র দলের আহবায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সহ সভাপতি আলামিন অভি, সোনারগাঁও স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক শফিক ভূঁইয়া প্রমূখ। পরে দোয়া মাহফিল ও ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩৭ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।
0 Response to "সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন"
Post a Comment