সোনারগাঁয়ে মশক নিধন অভিযানের উদ্বোধন
Thursday, September 19, 2024
Comment
নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁয়ে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সোনারগাঁ পৌরসভার পক্ষ থেকে এ অভিযানের আয়োজন করা হয়।
সোনারগাঁ পৌরসভার প্রশাসক মো. সাকিব-আল-রাব্বী এ অভিযানের উদ্বোধন করেন। দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সোনারগাঁ পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রনে সার্বিক প্রতিরোধ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে অংশ গ্রহন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মাশরেকুল আলমসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে মশক নিধনের ঔষধ ছিটানো হয়। পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
0 Response to "সোনারগাঁয়ে মশক নিধন অভিযানের উদ্বোধন"
Post a Comment