আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪'শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ ৷
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা ও তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার সৈয়দ আনোয়ারুল আজিমের নেতৃত্বে উপজেলার দুপ্তারা, তিনগাঁও ও বাজবি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
ম্যানেজার সৈয়দ আনোয়ারুল আজিম বলেন,সরকার পতনের পরে নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার, বন্দর,রূপগঞ্জ, উপজেলায় প্রচুর অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে তিতাস কর্তৃপক্ষ। আমরা আড়াইহাজার উপজেলা থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করা হয়েছে । অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। আমরা আড়াইহাজারে ৩টি স্পট থেকে ১৪'শ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ শাখার উপব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিল।
0 Response to "আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন"
Post a Comment