সোনারগাঁ ফাহিম নাম এক ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ সারাবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের সোহেল মোল্লার ছেলে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি ফাহিম মোল্লাকে (২৬) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তালতলা ফাসির তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুরুমদী গ্রামের সোহেল মোল্লার ছেলে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি ফাহিম মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ফাহিম মোল্লা নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Response to "সোনারগাঁ ফাহিম নাম এক ছাত্রলীগ নেতা গ্রেফতার "
Post a Comment