সোনারগাঁয়ে পূজামন্ডপ পরিদর্শনে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম।
১১অক্টোবর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বারদী, সাদীপুর ও জামপুরসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন তিনি।
উপজেলার গুরুত্বপূর্ণ পূজামন্ডপ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দূর্গা মন্দির পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে সকল ধর্মের লোকজন সমান সুযোগ সুবিধা ভোগ করবে। দেশের সর্বত্র নির্ভিগ্নে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। সবাই মিলেমিশে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। তিনি সনাতন ধর্মের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
পরে তিনি উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার সবচেয়ে বৃহৎ অমল পোদ্দার বাড়ীর পূজা মন্ডপ পরিদর্শনে যান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সনাতন ধর্মীয় নেতা ও শিল্পপতি অখিল পোদ্দার।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম বাবু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সালাহউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, বারদী ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা কবির মৃধা, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা সানোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পিয়ার হোসেন নয়ন প্রমূখ।
0 Response to "সোনারগাঁয়ে পূজামন্ডপ পরিদর্শনে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম"
Post a Comment