সোনারগাঁয়ে শিক্ষা অফিসারের দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে সংবর্ধনা বর্জন শিক্ষকদের
Monday, October 7, 2024
Comment
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের একটি অংশ তার বিদায়ী সংবর্ধনা বর্জনের ঘোষণা দিয়েছে। এছাড়া, তার বিদায় উপলক্ষে বিভিন্ন স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগও উঠেছে।
রবিবার বিকেলে শিক্ষকদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়। অভিযোগকারী শিক্ষকদের দাবি, দৌলতর রহমান তার কর্মজীবনে স্কুলের বিভিন্ন বরাদ্দ থেকে কমিশন গ্রহণ ও শিক্ষক বদলির মাধ্যমে অবৈধ ব্যবসা করেছেন। ফলে তারা তার বিদায় উপলক্ষে কোনো চাঁদা দিতে রাজি নন।
শিক্ষকরা আরও জানান, বিদায়ী সংবর্ধনার জন্য বিভিন্ন স্কুল থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে, যার দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষক বি আর বিলকিস, সলিমুল্লাহ মিয়া, মোহাম্মদ আবুল বাশার, আব্দুল হাই এবং খালেকুজ্জামান জীবনকে। সোনারগাঁ উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতি স্কুল থেকে ৫শ টাকা করে এই চাঁদা উত্তোলন করা হচ্ছে। শিক্ষকদের দাবি, তারা তাদের কঠোর পরিশ্রমের টাকা দিয়ে একজন দুর্নীতিবাজ অফিসারের বিদায় অনুষ্ঠান করতে চান না।
৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমানের কর্মজীবনের শেষ দিন। কিন্তু শিক্ষকরা অনুষ্ঠান বর্জন করার বিদায় আর আনুষ্ঠিনিক ভাবে হয়নি।
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস জানান, আমি চাঁদা তোলার কাজে জড়িত না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ছুটিতে থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
0 Response to "সোনারগাঁয়ে শিক্ষা অফিসারের দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে সংবর্ধনা বর্জন শিক্ষকদের"
Post a Comment