Top Ads

সোনারগাঁও সাহিত্য নিকেতনের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত

সোনারগাঁও সাহিত্য নিকেতনের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত



নারায়ণগঞ্জ সারাবেলা, সোনারগাঁ 

সোনারগাঁ সাহিত্য নিকেতনের ২০২৪-২০২৭ সালের ৩ বছর মেয়াদী নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সংগঠনের ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে এ পরিচালনা পরিষদ গঠিত হয়।

পরিচালনা পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন আসমা আখতারী, সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিউল হুসাইন। 

সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিশুতোষ টিভি অনুষ্ঠান সিসমপুরের কান্ট্রি ডিরেক্টর ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা শিশু সাহিত্যিক মোহাম্মদ শাহ আলম, সুবর্নগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি শাহেদ কায়েস ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা সাহিত্যানুরাগী এবং ব্যাংকার মো. মতিউর রহমান।

সভায় ত্রি-বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন। পরে এ রিপোর্টের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ ২০২৪-২০২৭ মেয়াদী ৩ বছরের জন্য নতুন পরিচালনা পরিষদ গঠন করেন। ১৩ সদস্য বিশিষ্ট এ পরিচালনা পরিষদ সর্ব সম্মতিতে সভায় গৃহীত হয়। পরে সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিব পরিচালনা পরিষদের নির্বাচিত সকলের নাম ঘোষণা করেন। ত্রি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিব ও সংগঠনের প্রবীণ সদস্য সালেহ জুম্মানকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়। সোনারগাঁ সাহিত্য নিকেতনের পরিচালনা পরিষদের

সভাপতি আসমা আখতারী, সহ-সভাপতি  ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররম সলিল, সাংস্কৃতিক সম্পাদক শংকর প্রকাশ, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, সমাজ কল্যান সম্পাদক দেওয়ান শামসুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার, ও সম্মোহনী আজিবুর নির্বাচিত হন।

0 Response to "সোনারগাঁও সাহিত্য নিকেতনের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত "

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article