Top Ads

সোনারগাঁ বৈদ্যারবাজার বিএনপির কর্মি সভায় মান্নানের প্রশংসা, রেজাউলের নিন্দা

সোনারগাঁ বৈদ্যারবাজার বিএনপির কর্মি সভায় মান্নানের প্রশংসা, রেজাউলের নিন্দা





নারায়ণগঞ্জ সারাবেলা, সোনারগাঁ,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা  বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ১৭ নভেম্বর সোমবার বিকেলে বৈদ্যারবাজার হাই স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির কর্মিসভায় নেতাকর্মীদের উপস্থিতি দেখে তিনি সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মিথ্যা মামলাগুলোর প্রত্যাহারের দাবি জানান।
 সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিকে কর্মি সভায় প্রধান বক্তা মোশারফ হোসেন তাচ্ছল্যের সুরে বলেন, আঠারো বছর শেখ হাসিনার লগে  তার (রেজাউল করিমকে উদ্দেশ্য করে বলেন) রাগ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তিনি রাজনীতি করবেন না। তিনি বড় রাগ করে বসে ছিলেন, ঘর থেকে বের হননি। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছেন। দেশে শেখ হাসিনা নাই, তিনি টপ করে বেড় হয়ে পরেছেন, অসুস্থ শরীর নিয়ে মাঠে এসেছেন, এখন আর তার অসুস্থতা নাই। তিনি হামলা মামলা না পেয়ে, কর্মিদের কোন খোজ খবর না নিয়ে এখন মনোনয়নের আশায় দৌড়ঝাপ শুরু করেছেন। 
এখানে কর্মিসভা ভংগুর করতে চেয়েছিলেন। কিন্তু বৈদ্যারবাজার এলাকার লোকজন আপনার সে দুরাশা প্রত্যাক্ষাণ করছে। তিনি আরো বলেন আজহারুল ইসলাম মান্নান ছাড়া কেউ সোনারগাঁ বিএনপির এমপি হবে না।
দুধ কা দুধ, মান্নান কা মান্নান, ২৮ নভেম্বর আমিনপুর মাঠে জনসভায় বোঝা যাবে কে সোনারগাঁয়ের আসল নেতা।

কর্মিসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান, জেলা শ্রমিক দলের সভাপতি মজিবর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোতালেব হোসেন, পৌর বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সেন্টু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউনিয়ণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন আলভি প্রমূখ। 

বৈদ্যেরবাজার এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোশারফ হোসেনের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে আরো বক্তারা 

কামরুজ্জামান মাসুম বলেন, ঊপজেলা বিএনপির ধারক বাহক আজহারুল ইসলাম মান্নান, অন্য কেউ এখানে মনোনয়ন নিয়ে আসলে আমরা তার কথা শোনবো না।

আল মুজাহিদ মল্লিক বলেন, যদি হাইব্রিড নেতাদের নমিনেশন দেওয়া হয়, আমরা জামপুর ইউনিয়ের নেতারা মহাসড়ক বন্ধ করে দিব।

পৌর বিএনপির সভাপতি শাজাহান বলেন, রেজাউল করিম অসুস্থ, বৃদ্ধ, অক্ষম, তাকে কি করে মনোনয়ন দেয়া হবে। তিনি কি ভাবে কাজ করবেন।
নজরুল ইসলাম টিটু বলেন, আজকের এ কর্মিসভার লোকজন মান্নানকে বৈদ্যারবাজার ইউনিয়ের পক্ষ থেকে মনোনয়ন দিযে দিয়েছি। তিনি আরো বলে, হালুয়া রুটির জন্য রেজাউল করিমের পাশে গিয়ে লাভ নাই।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রেজাউল করিমকে ইংগিত করে বলেন, তিনি নন্দলাল, সুসময়ের দুধের মাছি হয়ে এখন মাঠে ঘুরে বেড়াচ্ছেন।

0 Response to "সোনারগাঁ বৈদ্যারবাজার বিএনপির কর্মি সভায় মান্নানের প্রশংসা, রেজাউলের নিন্দা"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article