Top Ads

অপপ্রচারের বিরুদ্ধে সোনারগাঁ বিএনপির প্রতিবাদ

অপপ্রচারের বিরুদ্ধে সোনারগাঁ বিএনপির প্রতিবাদ

 

মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা বিএনপি।

শনিবার ( ২ নভেমম্বর)  দুপুরে উপজেলা মডেল মসজিদের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রি মহল সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে সোনারগাঁ বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছে। এর ফলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন।

বিগত ১৬ বছর আওয়ামীলীগের দুঃশাসনের কারণে সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম, নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত ছিল। অথচ পাঁচ আগষ্টের পর সোনারগাঁয়ে আমরা বিরোধী দলের উপর কোন ধরনের সহিংসতা হতে দেইনি। সোনারগাঁকে আমরা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি।

তিনি বক্তব্যে বলেন, কোন নেতাকর্মী যদি দলের নির্দেশ অমান্য করে কোন ধরনের অপকর্ম করে তাহলে আমাদের জানাবেন আমরা তদন্তের মাধ্যমে দলীয়ভাবে এর ব্যবস্থা নেব।

এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার প্রমূখ।

0 Response to "অপপ্রচারের বিরুদ্ধে সোনারগাঁ বিএনপির প্রতিবাদ"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article