Top Ads

সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে আহত

সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে আহত


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে জামপুর ইউনিয়নের পাকুন্ডা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা সবজি ব্যবসায়ী মো. হারুন মিয়ার কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত ব্যবসায়ী হারুন মিয়া বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। এঘটনায় আহত মো. হারুন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. হারুন মিয়া বারদী বাজারে সবজি ব্যবসা করে থাকেন। তিনি প্রতিদিন ভোরে রূপগঞ্জের গাউছিয়া থেকে সবজি পাইকারী দরে ক্রয় করে খুচরা বিক্রি করে থাকেন। 

গত শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সবজি কেনার জন্য অটোরিক্সাযোগে গাউছিয়া যাচ্ছিলেন। পথে পাকুন্ডা ব্রীজ এলাকায় পৌছানোর পর ৪-৫জনের একটি দল পিকআপযোগে এসে তার অটোরিক্সা গতিরোধ করে। এক পর্যায়ে তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে নগদ ৪৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা থেকে পাকুন্ডা ব্রীজ পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ পর্যন্ত ১০-১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0 Response to "সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে আহত "

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article