Top Ads

সোনারগাঁয়ে নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান

সোনারগাঁয়ে নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান



নারায়ণগঞ্জ সারাবেলা,

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ মধ্যরাতে বাড়ী থেকে এক যুবককে তুলে এনে হত্যা মামলায় চালান দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের কোন মামলায় ওই যুবক আবুল বাদশার নাম না থাকলেও স্থানীয় এক বিএনপির ইন্ধনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।

রবিবার সন্ধ্যায় সোনারগাঁ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবুল বাদশার পরিবার এ অভিযোগ করেন।

আবুল বাদশার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ না থাকলেও কেন তাকে গ্রেপ্তার করা হলো এবং হত্যা মামলায় চালান দেয়া হলো এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী সাংবাদিকদের জানান, আবুল বাশার সক্রিয় আওয়ামীলীগ কর্মী তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আবুল বাদশার স্ত্রী চম্পা আক্তার জানান, আমার স্বামী বহু পূর্বে শ্রমিকলীগের সাথে জড়িত ছিলেন। বেশ কয়েক বছর যাবত কোন ধরনের রাজনীতির সাথে যুক্ত নয়। তবু শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে আমার স্বামীকে হত্যা মামলায় ফাসানো হয়েছে। ২২ আগষ্ট সোনারগাঁ থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও ওই মামলায় আসামী হিসেবে তার কোন নাম নেই।

আবুল বাদশার বোন শামসুন্নাহার জানান, যে মামলায় আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলার বাদী আমার ভাইকে চিনেন না। এমন কি ওই মামলার ঘটনার সাথে সে কোন ভাবেই জড়িত নয়। আমাদের সাথে শত্রুতাবশত এ কাজ করা হয়েছে।



0 Response to "সোনারগাঁয়ে নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article