খালেদা জিয়ার সুস্থতার জন্য সোনারগাঁয়ে দোয়া
নারায়ণগঞ্জ সারাবেলা,
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন নয়নের সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, স্বেচ্ছাসেবক দল সোনারগাঁও উপজেলা সদস্য সচিব হাজী মোহাম্মদ নাসিরউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু।
0 Response to "খালেদা জিয়ার সুস্থতার জন্য সোনারগাঁয়ে দোয়া"
Post a Comment