Top Ads

সোনারগাঁয়ে এসলাহী মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে এসলাহী মাহফিল অনুষ্ঠিত


নারায়ণগঞ্জ সারাবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় ৬ষ্ঠ বার্ষিক এসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল জমিরিয়া শামসুল উলুম মাদরাসার মাঠে বিকাল থেকে গভীর রাত পযন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান মেহমান আল্লামা মুফতি কুতুব উদ্দিন দা.বা.শাইখুল হাদিস জামিয়া ওবায়দিয়া নানুপুর ও সুরা সদস্য অত্র মাদরাসা। আরোও ওয়াজ করেছেন। আল্লামা মোস্তাক আহমাদ ডেপুটি ডিরেক্টর ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ। শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী, মুফতি জহিরুল ইসলাম ফারুকী, মাওলানা শাহজাহান শিবলী, 

মাওলানা সাইফ মাহমুদ আলিনুর, কাজী মোঃ সেলিম রেজার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান সাবেক চেয়ারম্যান  উপজেলা পরিষদ সোনারগাঁ। 

মোঃ মাসুম রানা, অত্র মাদরাসার সহ সভাপতি ফজলে রাব্বি সোহেল, মোঃ মনির হোসেন, নির্বাহী সদস্য সাংবাদিক আনিছুর রহমান। আরজ গুজার মাওলানা তাফাজ্জল হোসাইন ফরিদী প্রতিষ্ঠাতা ও মোহতামিম অত্র মাদরাসা।

পরে মোট ১১জন হাফেজকে পাগড়ী প্রধান করা হয়। পাগড়ী পরিয়েছেন আল্লামা কুতুব উদ্দিন দাঃবাঃ আরো উপস্থিত ছিলেন আল্লামা ইয়াহহিয়া মাহমুদ দাঃবাঃ আরো উপস্থিত ছিলেন ডঃ মোস্তাক আহমাদ দাঃবাঃ। সবার জন্য দোয়া করা হয়।

0 Response to "সোনারগাঁয়ে এসলাহী মাহফিল অনুষ্ঠিত "

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article