Top Ads

অদৃশ্যমান উপনেবেশিক পরাশক্তির মোকাবিলায় কলম সৈনিকদের অগ্রণী  ভূমিকা রাখতে হবে---- ফজল মুহাম্মদ

অদৃশ্যমান উপনেবেশিক পরাশক্তির মোকাবিলায় কলম সৈনিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে---- ফজল মুহাম্মদ

 


নারায়ণগঞ্জ সারাবেলা

কানাডা প্রবাসী লেখক ও সাংবাদিক এবং ১৯৯০ দশকে প্রতিষ্ঠিত ঢাকা সাংবাদিক  ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল মূহাম্মদ বলেছেন যে, অদৃশ্যমান উপনেবেশিক  পরাশক্তি আর মোদীর হিন্দুত্ববাদী অপশক্তির  মোকাবিলায় আমাদের মিডিয়া কলম সৈনিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

তিনি আরো বলেছেন, একটি রাষ্ট্রের নিরাপত্তা  ও জাতীয় ঐক্যের মাষ্টার অব পলিটিকস হচ্ছে জার্নালিজম। সাংবাদিক সমাজ  

 দলের জন্য বয়ান তৈরী করবে, বড় নেতারা  ভুল করলে কলম সিপাহসালার 

সাংবাদিক সমাজ রাজনৈতিক দলের নেতাদের সঠিকভাবে দায়িত্ব পালনে সঠিক দিক নির্দেশনা দেবে। ফজল মুহাম্মদ গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী এক সাংবাদিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

সুলতানী বাংলার রাজধানী সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চলাঞ্চল নুনেরটেক লালপুরী মনজিলে অনুষ্ঠিত হয় এ সাংবাদিক কর্মশালা।

সাংবাদিক কর্মশালাতে প্রশিক্ষণ প্রদান করেন

 টিআরটি টিভি র কামারুজজামান বাবলু, যমুনা টিভির আবদুল্লাহ তুহিন, ঢাকা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি  সাইয়েদ রাফে সামনান।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন  তরুণ সাংবাদিক নেতা ইসরাফিল ফরাজী। উল্লেখ্য যে, ঐদিনের সাংবাদিক কর্মশালাতে বিভিন্ন জাতীয় দৈনিকের এবং টিভি চ্যানেলের বিশেষ ও অধিক তরুণ প্রজন্মের সাংবাদিকগণ প্রশিক্ষণ গ্রহণ করেন।


0 Response to "অদৃশ্যমান উপনেবেশিক পরাশক্তির মোকাবিলায় কলম সৈনিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে---- ফজল মুহাম্মদ "

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article