Top Ads

নিতাই হত্যার বিচার ও রাতে গাড়ী চালানোর দাবিতে বিক্ষোভ মিছিল

নিতাই হত্যার বিচার ও রাতে গাড়ী চালানোর দাবিতে বিক্ষোভ মিছিল


 নারায়ণগঞ্জ সারাবেলা

সোনারগাঁ থানার সামনে মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় অটো চালক নিতাই চন্দ্র বর্মনের সুষ্টু বিচার এবং দিনের বেলা ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে শুক্রবার বাদ জুমা সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে থাকে।

বৈদার বাজার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ও ইউনিয়ন বিএন পির ছাত্র বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন আলভি। তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে দীর্ঘক্ষণ ভারী যানবাহন আটকিয়ে রাখে। সাবধানে গাড়ি চালানো এবং দিনের বেলায় কোম্পানির মালবাহী বড় ট্রাক না চলাচল, এবং শুধুমাত্র রাতে গাড়ি চলাচল করার আহবান জানানো হয়।

গত বৃহস্পতিবারসন্ধ্যায় ট্রাক চাপায় নিহত নিতাই চন্দ্র বর্মনের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করা হয়, এবং সঠিক তদন্তের ভিত্তিতে সুষ্ঠু বিচারের দাবী জানানো হয়।

এসময় বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা মোকারম হোসেন আলভী, ইউনিয়ন ছাত্রদলের সদস্য আফজাল হোসেন মেরাজ, ছাত্রদল নেতা আলবি, সিফাত, সজীব প্রমুখ উপস্থিত ছিল।


0 Response to "নিতাই হত্যার বিচার ও রাতে গাড়ী চালানোর দাবিতে বিক্ষোভ মিছিল"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article