সোনারগাঁ নিরাপদ সড়ক ও ভারী যানবাহন বন্ধের দাবিতে ইউএনও র নিকট স্মারক লিপি প্রদান
নারায়ণগঞ্জ সারাবেলা
নিরাপদ সড়ক ও ভারী যানবাহন চলাচলে সুস্পষ্ট নীতিমালা কার্যকর প্রসঙ্গে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমানের সাথে বৈঠক করে নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত সদস্যগণ, বৈঠকে দিনের বেলায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ, দ্রুততম সময়ের মধ্যে সড়কের সংস্কার ও শিল্প প্রতিষ্ঠানের গাড়িবহর চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থার আহবান জানানো হয়, এবং শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ইউএনও মহোদয় এক সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে উক্ত সমস্যার সমাধান নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
এসময় নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধিত্ব করেন, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোনারগাঁয়ে নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান সমন্বয়ক মোকাররম হোসেন আলভী, বৈদ্যের বাজার ইউনিয়ন বি এনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য আফজাল হোসেন মেরাজ।
0 Response to "সোনারগাঁ নিরাপদ সড়ক ও ভারী যানবাহন বন্ধের দাবিতে ইউএনও র নিকট স্মারক লিপি প্রদান"
Post a Comment