Top Ads

সোনারগাঁয়ে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

সোনারগাঁয়ে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন


নারায়ণগঞ্জ সারাবেলা 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন, বৈদ্যের ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন আলভী, বারদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ সামী, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য আফজাল হোদেন মেরাজ, ছাত্রদল নেতা আলবি সিফাত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ উপজেলা ব্যস্ততম সড়ক মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কে। এসড়কে জনসাধারণে চলাচল নিরাপদ নয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় শিল্পকারখানার মাল বোঝাই বিভিন্ন ট্রাক, কাভার্ড ভ্যান, লড়িসহ ছোট বড়  যানবাহনের চাপে এ সড়কে যানজট লেগেই থাকে। এমনকি বেপরোয়া গতিতে চলাচলের কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানার পাশর্^বর্তী স্থানে বেপরোয়া গতিতে আসা কাভার্ড ভ্যানের চাপায় নিতাই নাতের এক অটো রিকশা চালক নিহত হয়।

এ ঘটনায় জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য দিনের বেলায় এ সড়কে স্থানীয় সকল শিল্পকারখানার ভারি যান চলাচল বন্ধ দাবী জানান তারা।

0 Response to "সোনারগাঁয়ে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article