Top Ads

সোনারগাঁয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সোনারগাঁয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেওয়ান সামছুর রহমান , নারায়ণগঞ্জ সারাবেলা

বাংলার প্রাচীন রাজধানী, মসলিনখ্যাত সোনারগাঁয়ে এক আনন্দ মিলনমেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে দিনব্যাপী। জেলার আড়াইহাজার উপজেলার কবি নজরুল হাই স্কুলের ১৯৯৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৩০ বছর পূর্তি উপলক্ষে এ মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল ৯ টার মধ্যে সকল অভ্যাগতদের আগমন। শীতের এ সকালে পূর্বসূচী অনুযায়ী যথাযথ সময়ে সকলে অনুষ্ঠান স্থল সোনারগাঁয়ের পানাম সিটির পাশে নির্ধারিত স্পটে উপস্থিত হন। শতাধিক সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কামরুল হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৯৪ ব্যাচের ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি দেওয়ান সামছুর রহমান।

রানু ভাবীর সৌজন্যে ও ফারহানা ভাবীর তৈরিতে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ অনুষ্ঠান শুরু হয়। জলিল, ফজর আলী, কামাল ও নজরুল ইসলাম শামীম অভ্যর্থনা কার্যক্রম পরিচালনা করেন। সফিকুল, রুনা, রেহেনা ও প্রফেসর আবু সাইদ ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন। ছেলেমেয়েদের পাশাপাশি ভাবীদের পিলো পাসিং ছিলো অনেক মজাদার।

দুপুরের খাবার দাবারের দায়িত্বে ছিলো মঞ্জু, জাহাঙ্গীর, সেলিম হোসেন দিপু, মোরসালিন, ডালিম, খোকন, দেলোয়ার।

কামাল, মান্নানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী হাবিবুর রহমান গান গেয়ে সকলকে মাতিয়ে তোলেন।
বিকেলে ছিলো পিঠার আয়োজন, পরিবেশনে ছিলো সম্পা, সেলিনা, বিলকিস, ফাতেমা। ৯৪ এর বন্ধুরা এ আয়োজন করে।

এখানে আরো উপস্থিত ছিল মিজান, কামাল, নজরুল, ইলিয়াস, হারুন, জহিরুল, নাসির, মুকুল, হাবিব, নজরুল ইসলাম, মান্নান, গাফফার, ফারজানা সহ আরো অনেকে। হারুন রশীদের পরিচালনায় রেফেল ড্র মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

0 Response to "সোনারগাঁয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান"

Post a Comment

Ads on article

Ads Inside Post

01%20120x36%20copy

advertising articles 2

Advertise under the article